জেলার প্রায় ২৩৬৫৬২ কৃষক পরিবারের কৃষি বিষয়ক চাহিদা ও তার যাবতীয় কৃষি উপকরণের যোগান এবং স্থায়ী কৃষি ও আর্থ্ সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে যে সংস্থাটি নিরন্তর কাজ করে যাচ্ছে, তা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট। ৯টি উপজেলার কৃষি কার্যক্রমের তত্ত্বাবধানকারী, পরিকল্পনাকারী, মূল্যায়নকারী প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা অফিসটি শহরের পৌরসভা রোডের পৌরসভা পাশে অবস্থিত। সংস্থা প্রধান হিসেবে রয়েছেন একজন উপ পরিচালক। এর আওতায় ৯টি উপজেলায় ৯টি উপজেলা কৃষি অফিস ও ১১৫টি ব্লক রয়েছে। ব্লক পর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) গনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষি-সেবা নিশ্চিত করা হয়েছে।যার তত্বাবধানে রয়েছেন-উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। উপজেলা সমূহের কার্য্ক্রমের সার্বিক তত্বাবধানে আছেন-উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্ম্কর্তা, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ ও শস্য উৎপাদন বিশেষজ্ঞ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS