Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কৃষি প্রনোদনা
Details

খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  প্রতি জন কৃষক ৫ কেজি উফশি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন যার মূল্যমান প্রায় ৩০,৬২,৫০০/- টাকা। স্বল্প জীবনকাল সম্পন্ন লবনাক্ত সহনশীল ধানের বীজ প্রদান করা হয়েছে। যাতে উক্ত ফসল সংগ্রহের পর কৃষক বিনা চাষে সরিষা, খেসারি ইত্যাদি ফসল চাষাবাদ করতে পারে এবং লবনাক্ততা সহনশীল জাত চাষের মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব হবে। এর ফলে এক ফসলী জমিকে দুই ফসলী জমিতে রুপান্তরিত করতে পারবে। ফলশ্রতিতে করোনা এবং যুদ্ধকালীন খাদ্য পরিস্থিতিতে উৎপাদন বদ্ধি পাবে এবং খাদ্য  নিরবিচ্ছিন্ন রাখা সম্ভব হবে বলে আশা করা যায়। 

Images
Attachments
Publish Date
25/07/2022
Archieve Date
24/07/2025